এশিয়া কাপের ম্যাচের সবকিছু ছাপিয়ে আলোচনার কেন্দ্রবিন্দুতে ম্যাচ রেফারি অ্যান্ডি পাইক্রফট। ভারত-পাকিস্তান ম্যাচে টসের পর হ্যান্ডশেক বিতর্কে জড়িত থাকার জন্য জিম্বাবুয়ের এই রেফারি ক্ষমা চেয়েছেন বলে বিবৃতি দিয়েছে পাকিস্তান ক্রিকেট বোর্ড (পিসিবি)।
পাকিস্তানের ক্রিকেটারদের সঙ্গে হাত মেলায়নি ভারতীয় খেলোয়াড়রা। পাকিস্তান ক্রিকেট বোর্ড (পিসিবি) এর আগে দাবি জানিয়েছিল, জিম্বাবুয়ের ক্রিকেট অফিসিয়াল অ্যান্ডি পাইক্রফটকে না পাল্টালে আমিরাতের বিপক্ষে ম্যাচটি বর্জন করবে পাকিস্তান ক্রিকেট দল।